সিদ্ধিরগঞ্জে মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকা, বার্মাস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ প্রচারণা পরিচালনা করেন।
গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান এবং তাদের হাতে লিফলেট বিতরণ করেন। পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কেও জনসাধারণকে অবহিত করেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।





































