মাসুদুজ্জামান লক্ষাধিক ভোটে নির্বাচিত হবেন: সেন্টু
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেছেন, “আমাদের অনেকের সন্তান প্রথমবারের মতো ভোট দেবে। তাদেরকে ভোট দিতে উৎসাহিত করতে পারলে নারায়ণগঞ্জ–৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ লক্ষাধিক ধানের শীষের ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সেন্টু আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ধানের শীষের পক্ষে থাকবেন। এ আসনে ধানের শীষের বিরুদ্ধে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা উপলব্ধি করে সংগঠনকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। একটি ধর্মভিত্তিক দল ইতোমধ্যে প্রার্থী দিয়েছে, পাশাপাশি আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যুক্ত হচ্ছেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে তিনি বলেন, “১৯৭৯ সালে তিনজন বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পান জালাল উদ্দিন। তখন ষড়যন্ত্র করে মনোনয়ন বঞ্চিত একজনকে অতি বিপ্লবীরা স্বতন্ত্র প্রার্থী করে। আওয়ামী লীগ ছিল ধানের শীষের প্রতিপক্ষ। অনেকে ভেবেছিল তিন প্রার্থীর লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হবে। কিন্তু ধানের শীষে যারা ভোট দেয়, তারা ব্যক্তি নয়—দলের পক্ষেই ভোট দিয়েছে। তাই আবারও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন—যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, সাবেক মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনির, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, অহিদুল ইসলাম ছক্কুসহ অন্যান্য নেতারা।





































