সিদ্ধিরগঞ্জে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ
নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনীত বিএনপির সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দলটিরই একাংশের নেতা-কর্মী। তারা দল-ঘোষিত চূড়ান্ত প্রার্থীকে পরিবর্তনের দাবিও জানান। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা এগারোটার দিকে সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন তারা।
তবে, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অভিযোগ, এ আসনটিতে মনোনয়ন-বঞ্চিত সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন তার অনুসারীদের দিয়ে এ ধরনের কার্যক্রম করাচ্ছেন।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যকরী সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান মাসুম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, শাহজালাল কালু, আইয়ুব আলী মুন্সী, মহিউদ্দিন সিকদার প্রমুখ।
তাদের ভাষ্য, এ আসনে ছয়জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে আজহারুল ইসলাম মান্নানকে। তাকে বিএনপির নেতা-কর্মীরা এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে গ্রহণ করেনি। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে মনোনয়ন-বঞ্চিতদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়ার দাবি জানান তারা।
এমনকি আজহারুল ইসলাম মান্নানকে দল থেকেও বহিষ্কারেরও দাবি জানান বিক্ষুব্ধরা।
নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের দশটি ওয়ার্ড ও সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত। গত ৩ নভেম্বর এ আসনে দলীয় প্রার্থী হিসেবে আজহারুল ইসলাম মান্নানের নাম ঘোষণা করে বিএনপি।
মান্নান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলার সভাপতি।
যোগাযোগ করা হলে আসনটিতে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, তার সঙ্গে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা রয়েছেন। দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই নেতা-কর্মীরা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কিন্তু মনোনয়ন-বঞ্চিত এক নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।
“সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেব এইসব মানববন্ধন করাচ্ছেন। তিনি দল ও দলের প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। যা দলকে তৃণমূল পর্যায়ে ক্ষতিগ্রস্ত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। দলের হাইকমাণ্ড বিষয়গুলো জানেন, তারাই ব্যবস্থা নেবেন”, যোগ করেন মান্নান।
উল্লেখ্য, আসনটিতে মান্নান ছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।





































