জামায়াত ক্ষমতার জন্য নয়, সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: ইকবাল
“ক্ষমতায় যাওয়াই মূল লক্ষ্য নয়; বরং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে”- বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী ড. প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশের মানুষ ন্যায়-ইনসাফের পক্ষে ভোট দিতে আগ্রহী। আজকের গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখেই তা বোঝা যাচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে বিশেষ করে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।”
গণসংযোগ চলাকালে কদমতলী এলাকার ছোট-বড় সড়কগুলোতে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কা সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ড. ইকবালের পক্ষে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আমীর কফিলউদ্দিন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শিক্ষাবিদ মোশারফ হোসাইন, থানা নায়েবে আমীর আব্দুল গফুর মোল্লা, থানা সেক্রেটারি শহিদুল ইসলাম, শ্রমিক নেতা মোশারফ হোসাইন, যুবনেতা আনোয়ারসহ স্থানীয় নেতাকর্মীরা।





































