১৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০০, ১৬ নভেম্বর ২০২৫

ত্বকী প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ ডিসেম্বর

ত্বকী প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ ডিসেম্বর

‘একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫’-এর ফল প্রকাশিত হয়েছে। আগামী ২০ ডিসেম্বর (শনিবার) বিকেল তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে চিত্রাঙ্কনে প্রায় সাড়ে আটশ’ এবং রচনায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। রচনা ও চিত্রাঙ্কন উভয় বিষয়ে তিনটি করে বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে সম্মানজনক ‘ত্বকী পদক’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দেওয়া হবে বিশেষ ক্রেস্ট, বই ও সনদপত্র। এছাড়া প্রতিটি বিভাগের সেরা দশ প্রতিযোগীর ছবি ও লেখা নিয়ে প্রকাশ করা হবে একটি সুশোভিত স্মারক ‘ত্বকী’।

প্রতিযোগিতায় “ক” বিভাগে ‘স্বপ্নের স্বদেশ’ বিষয়ে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে নুসাইবা জাহান জ্যোতি (নারায়ণগঞ্জ), দ্বিতীয় আবু ইমরান (ফেনী), তৃতীয় রক্তিম ঘোষ (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে আজমাইন আন্ত (নারায়ণগঞ্জ), তাশফিয়া জারিন হায়দার (নারায়ণগঞ্জ), নাফিসা আনজুম (নারায়ণগঞ্জ), শেখ রাইছা (ময়মনসিংহ), জুনাইরা জারা আরিবা (নারায়ণগঞ্জ), প্রাপ্তি লতা কু-ু (বরিশাল), সুরাইয়া জাহান রুশান (নারায়ণগঞ্জ)।

“খ” বিভাগে ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ শিরোনামে রচনায় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে মোঃ তাওহীদুল ইসলাম (ঢাকা), দ্বিতীয় আবদুল্লাহ আল ওয়াহিব (বগুড়া), তৃতীয় মুহিব ই যাহরা ফিজা (ঢাকা)। সেরাদশ হয়েছে মোঃ সামিন ইয়াসির (বগুড়া), অথৈ বিশ্বাস (নারায়ণগঞ্জ), দিশা বসাক (বগুড়া), আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), নাফিম হায়াত (বগুড়া), ঐশি সিংহ (নারায়ণগঞ্জ), জায়ান দেওয়ান (ঢাকা)।

“গ” বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছ দেবাশ্রিতা পাল (নারায়ণগঞ্জ), আমানুর রহমান (নারায়ণগঞ্জ), তৃতীয় ফারবিন ফাইজা (ঝিনাইদহ)। সেরাদশ হয়েছে মোঃ নাজমুল হাসান খান (জামালপুর), নাহিমা আক্তার নিপা (ঢাকা), সাদিয়া আফরিন (ফেনী), নির্ভিক পাল চৌধুরী (যশোর), ফারিনা সাঈদ এশা (নারায়ণগঞ্জ), রামিছা আক্তার মমি (ময়মনসিংহ), মাহমুদুর রহমান (নারায়ণগঞ্জ)।

চিত্রাঙ্কন “ক” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে সফ্ফান সাদ মাহিম (ঢাকা), দ্বিতীয় ছড়া ইসলাম (ঢাকা), তৃতীয় প্রিয়ন্তী নন্দী (বগুড়া)। সেরাদশ হয়েছে অনুভব ধর (নারায়ণগঞ্জ), সাফওয়ান আহনাফ (ঢাকা), শৌনক সাহা (নারায়ণগঞ্জ), আসফিয়া আয়রাত আসমানী (ঢাকা), মুরতাহা ইকবাল বুশরা (ঢাকা), সান্নিধ্য মজুমদার (ঢাকা), জয়িতা রহমান (ঢাকা)।

“খ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), দ্বিতীয় জান্নাতুল ওয়ারিশা (ঢাকা), তৃতীয় শাহরিয়ার রহমান হাবিব (নারায়ণগঞ্জ)। সেরাদশ হয়েছে নুবাইরা চৌধুরী অহনা (বগুড়া), মনয় পরশ সরকার (নারায়ণগঞ্জ), আইশা তাজরিয়ান ইউশরা (নারায়ণগঞ্জ) তাসরিফ রহমান পরম (ঢাকা), ফাতেমাতুজ জাহারা (ঢাকা), অনিরুদ্ধ ধর (ঢাকা), প্রত্যাশা সরকার পিহু (বগুড়া)।

“গ” বিভাগে প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে হামীম উজ জামান (বগুড়া), দ্বিতীয় হয়েছে মৌমিতা ভৌমিক (বগুড়া), তৃতীয় ঈশান সাহা (বগুড়া), সেরাদশ হয়েছে জয়পাল (বগুড়া), হুমায়রা জান্নাত নিহা (বগুড়া), উৎস সাহা (নারায়ণগঞ্জ), আতকিয়া আনজুম তাশা (বগুড়া), প্রত্যয় পাল রাজ (নারায়ণগঞ্জ), আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর), প্রত্যাশা সাহা দিঘা (বগুড়া)।

প্রতিযোগিতায় চূড়ান্ত বিচারক ছিলেন রচনায় আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি। চিত্রাঙ্কনে রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

সর্বশেষ

জনপ্রিয়