১৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৪, ১৩ নভেম্বর ২০২৫

গলাচিপায় তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণ, আহত ২

গলাচিপায় তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণ, আহত ২

নারায়ণগঞ্জ শহরের গলাচিপার রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে গ্যাস জমাটবদ্ধ হয়ে বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এতে সড়কে থাকা দুটি ইজিবাইক উল্টে যায়। দুর্ঘটনায় এক নারী ও একজন ইজিবাইক চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মো. শাহজাহান জানান, “আমরা এসে দেখেছি বিস্ফোরণে প্রায় ৩০-৪০ ফিট সড়কের স্লাব উঠে গেছে। দীর্ঘদিন ধরে স্লাবের নিচে তিতাস গ্যাসের লাইন লিকেজ থেকে গ্যাস বের হয়ে একটি গ্যাস চেম্বার তৈরি হয়েছিল। কেউ হয়তো সেখানে বিড়ি জ্বালিয়ে ফেলেছে। আগুন লেগে যাওয়ায় সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে। গ্যাসের চাপ ও তাপের কারণে বিস্ফোরণ ঘটেছে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা শুনেছি দুটি বড় অটো উল্টে গেছে এবং দুজন আহত হয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়