জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক জোটের নানা আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক অপার অরণ্য এ তথ্য জানান।
অনুষ্ঠানমালায় রয়েছে- পুষ্পস্তবক অর্পণ, স্বরচিত কবিতা পাঠ, দ্রোহের কবিতা আবৃত্তি, সংগীত ও নাট্য পরিবেশনা।