জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় গেলেন ছাত্র-জনতা

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিতে সরকারের বরাদ্দকৃত বিশেষ ট্রেনে ঢাকায় গেছেন নারায়ণগঞ্জের আগ্রহীরা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি বেলা সাড়ে ১১টায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই আয়োজনে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার নারায়ণগঞ্জ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আবার অংশগ্রহণকারীদের ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জে ফিরিয়ে আনবে ফ্রি ট্রেন সার্ভিস।
নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, এদিন ১০টি কোচবিশিষ্ট ৫১০ আসনের বিশেষ ট্রেনটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়। একই দিন রাত ৭টা ৩৫ মিনিটে ঢাকার কমলাপুর থেকে ফেরার জন্য আরেকটি ফ্রি ট্রেন নারায়ণগঞ্জের উদ্দেশে ছাড়বে।
সরেজমিনে দেখা যায়, বিশেষ ট্রেনটিতে ছাত্র-জনতার তুলনায় সাধারণ যাত্রীর সংখ্যাই বেশি ছিল। তবে ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের মতো উপচে পড়া ভিড় দেখা যায়নি।
ট্রেনের কয়েকজন যাত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সরকারের ফ্রি ট্রেন সার্ভিস পেয়ে তারা আনন্দিত এবং সন্তুষ্ট।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ‘আজ যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে রেলওয়ে স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’