চাষাড়ার হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়েছে ৩০ দোকান

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পোশাক, জুতা, কনফেকশনারি, ব্যাটারি, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচজন কর্মীসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, “খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।”
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ। তিনি বলেন,
“হকার্স মার্কেটে ৬৪২টি টিনশেড দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অনেক টাকার ক্ষতি হয়েছে।”
এ ঘটনায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব ও অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।