নারায়ণগঞ্জে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকার তালতলা ও আমতলা মোড়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে চারটি স্পটে এই অভিযানে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রথম স্পটে, ‘জিসান ওয়াশিং লন্ড্রি’ নামের একটি ওয়াশিং কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে উৎস পয়েন্ট কেটে দেওয়া হয় এবং মালিক পক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় স্পটে, ‘বিসমিল্লাহ ফার্নিচার’ নামের একটি কারখানায় একইভাবে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ মেলে। এখানেও উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
তৃতীয় অভিযানে ‘শাহ জালাল ফার্নিচার’ নামের একটি ফার্নিচার কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
চতুর্থ স্পটে ‘বিসমিল্লাহ মেটাল কারখানা’তেও অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে উৎস পয়েন্ট কেটে দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে একটি ৩/৪ ইঞ্চি বিতরণ লাইন কেটে ফেলা হয়, যেখান থেকে প্রায় ২০০টি বাসায় ৬৫০টি চুলায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হতো।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পুরো কার্যক্রম পরিচালিত হয়। জ্বালানির অপব্যবহার রোধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।