১৯ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ জুলাই ২০২৫

জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের শোডাউন

জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের শোডাউন

শনিবার, ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ শহরে বিশাল শোডাউন করেছে সংগঠনটির মহানগর শাখা। শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা চাষাড়া মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোডাউনের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। সমাবেশ পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন।

উপস্থিত ছিলেন— মহানগরী নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি জামাল হোসেন, এইচ এম নাসির উদ্দিন, মহানগর কর্মপরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সমাবেশে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “এই দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসতে পারে না। তাই আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”

মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশের মানুষ তাদের অধিকার আদায়ে লড়াই করে আসছে। এবারও সেই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে।”

তিনি আরও বলেন, “১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে জামায়াতের ঘোষিত সাত দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো ফ্যাসিবাদ বা সন্ত্রাস টিকতে পারবে না। এই সমাবেশই হবে একটি ঐতিহাসিক পদক্ষেপ।”

মাওলানা জব্বার ঘোষণা দেন, “লোকজন গাড়িতে, ট্রেনে, লঞ্চে কিংবা প্রয়োজনে পায়ে হেঁটে হলেও সমাবেশে উপস্থিত হবে। এই মুহূর্তে জাতির যে সংকট, তাতে জামায়াতের এই সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

সর্বশেষ

জনপ্রিয়