১৯ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ২১:০৩, ১৮ জুলাই ২০২৫

চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব: চরমোনাই পীর

চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব: চরমোনাই পীর

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডিআইটি রেল কলোনি মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, “৫ আগস্টের পরে বাংলাদেশের মাঠি আর আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখতে চায় না। এই মাঠি এখন চায় ইসলামের নীতি ও আদর্শের শাসক।”

তিনি বলেন, “আমরা আর চাঁদাবাজ ও খুনিদের সহযোগী হব না। এই দেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। সামনে নির্বাচন। আমরা চাই রাষ্ট্র সংস্কার, দৃশ্যমান বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক। কেউ যদি এই পদ্ধতির বাইরে কোনো চিন্তা করেন, তাকে দেশপ্রেমিক বলা যাবে না।”

চরমোনাই পীর জানান, “গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিয়েছেন। এমনকি কয়েকজন হিন্দু দাদাও এসে বলেছেন—ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তাদের জানমাল রক্ষা করেছেন।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “৫ আগস্টের পরে এখনো যারা ক্ষমতার আশায় অশান্তি জিইয়ে রেখেছেন, তাদের উদ্দেশে বলি—আমরা রাজপথ ছেড়ে যাইনি। যদি খুন-চাঁদাবাজি বন্ধ না করেন, তবে চাঁদাবাজদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলব।”

দেশের বর্তমান ও অতীত শাসকদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। কিন্তু বিশেষ করে গত ৫৩ বছর ধরে যারা দেশ চালিয়েছে, তাদের আমলে আমরা পাঁচবার দুর্নীতিতে প্রথম হয়েছি। দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। ৫ আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মা সন্তান হারিয়েছেন, কেউ কেউ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়েছেন।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, খেলাফত মজলিসের মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মাঈনুল আহমাদ ও বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার।

মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আজ যারা বলছেন এতদিন ইসলামী আন্দোলন কোথায় ছিল, তাদের বলছি—গত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম। ৫ আগস্টের পরে যখন আমরা জনগণকে নিরাপত্তা দিতে ব্যস্ত ছিলাম, তখন কেউ কেউ রাস্তা, মাঠ দখল করে নিয়েছেন। তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস আমরা দেখছি। আমরা সত্য ও ন্যায়ের কথা বলেই যাব, গায়ে লাগলে লাগুক।”

এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদুল হক এবং মহানগর যুব আন্দোলনের সভাপতি এইচ এম রবিউল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়