আইভীকে গ্রেফতারে বাধা ও বৈষম্যবিরোধী মামলায় ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাতে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুর ঘনিষ্ঠ সহযোগী, ভূইয়াপাড়া এলাকার মো. মিঠু ভূঁইয়া (৪৫)-কে।
অন্যদিকে, আইভীকে গ্রেফতারের সময় পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা আরেক মামলায় গ্রেফতার করা হয়েছে পশ্চিম দেওভোগ এলাকার সোহেল (৫০), মোহাম্মদ রিয়াদ হোসেন (৩০) ও মেহেদী হাসান তুহিন (২৭)-কে।
মোহাম্মদ নাছির আহমদ জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।