১৯ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ১৮ জুলাই ২০২৫

গুম, খুন, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাই: তরিকুল সুজন

গুম, খুন, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাই: তরিকুল সুজন

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেছেন, “আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে বাণিজ্যে পরিণত করেছে, তেমনি এই গণঅভ্যুত্থানের শহীদদেরকেও বাণিজ্যে পরিণত করেছেন। ক্ষমতাসীনরা চায়, সরকার চায় শহীদের রক্তকে কিনে নিতে। সেই শহীদের রক্ত যারা কিনতে পারবেন তারাই দেশ চালাবেন।”

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় আয়োজিত ‘সমাবেশ ও শহিদী মার্চ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তরিকুল সুজন বলেন, “আমাদের পার্টির প্রধান সমন্বয়কারীকে ১৯ তারিখে হামলা করে, হাসপাতালে নিয়েও আবার অপহরণ ও হামলা চালানো হয়। এই হত্যাযোগ্য অত্যাচারের বিরুদ্ধে ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছিল। বুলেট, হামলা, মামলা কিছুই জোনায়েদ সাকি বা ছাত্র জনতাকে রুখতে পারেনি। কারণ এই বাংলাদেশ নতুন করে মরতে শিখেছে, আর মরতে মরতে জিততে শিখেছে।”

তিনি আরও বলেন, “আমরা গুম, খুন, সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ চাই। জনগণের স্বার্থে আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, হামলা-মামলার শিকার হয়েছি, অফিস থেকে উচ্ছেদ হয়েছি, কিন্তু আপস করিনি। আমরা জনগণের পক্ষেই ছিলাম, থাকব। জুলাই সমাবেশে আমরা শপথ করছি, নারায়ণগঞ্জবাসীর প্রতিটি অধিকারের প্রশ্নে গণসংহতির নেতাকর্মীরা লড়বে, জান বাজি রেখে।”

তিনি ‘নতুন নারায়ণগঞ্জ’ এর প্রস্তাব দিয়ে বলেন, “যেখানে কোনো গুম, খুন, সন্ত্রাস থাকবে না; থাকবে জনগণের কর্তৃত্ব, জনগণের ঐক্য।”

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন সমাবেশে সভাপতিত্ব করেন। গণসংহতির জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতি'র জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

সর্বশেষ

জনপ্রিয়