নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত: মামুন মাহমুদ

“আইনশৃঙ্খলার যে অবনতি অন্তবর্তীকালীন সরকারের সময়ে হয়েছে, তার দায় বিএনপির নয়— এই দায় সরকারকেই বহন করতে হবে।” — বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় রূপগঞ্জে আয়োজিত বিএনপির ‘প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির উদ্বোধনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
তিনি বলেন, “বিএনপি এখনও রাষ্ট্রক্ষমতায় আসেনি। তাই কোনো অপপ্রচার বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা ১৫ বছর ধরে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আরেকটু অপেক্ষা করুন— সেই সময় আসছে।”
জনসভায় মামুন মাহমুদ আরও বলেন, “জনগণ এখন নির্বাচন চায়। জনগণ দীর্ঘ আন্দোলন করেছে ভোটের অধিকার ফিরে পেতে— কোনো তত্ত্বাবধায়ক সরকারকে দীর্ঘায়িত করতে নয়। অতিশীঘ্রই নির্বাচন দিন। মানুষ প্রস্তুত।”
রুহুল কবির রিজভীর ত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে মামুন বলেন, “এরশাদবিরোধী আন্দোলনে রিজভী ভাই রেললাইন অবরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁর সঙ্গী এক ভাই শহীদ হন। এমন সংগ্রামী নেতার নেতৃত্বেই আমরা হাসিনা সরকারের পতনের আন্দোলন করছি। তিনি একদিনের জন্যও বিশ্রাম নেননি।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ বিএনপির জন্য উর্বর মাটি। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘাঁটি। এখান থেকেই ৩১ দফা ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লড়াই বেগবান হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাছির উদ্দিন।
উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক ওরফে খোকন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।