বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জেলা যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শরৎ সাহা পদত্যাগ করেছেন। সোমবার (১৪ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শরৎ সাহা অভিযোগ করেন, সংগঠনটি স্বাধীন ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কমিটি গঠন করলেও পরবর্তীতে এনসিপির লেজুড়বৃত্তি করে চলেছে। একাধিক কর্মসূচি এনসিপির সঙ্গে যৌথভাবে পালন এবং সংগঠনের অভ্যন্তরে কোনো স্বকীয়তা না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, "এ সংগঠন শুধু লেজুড়বৃত্তিতেই সীমাবদ্ধ নয়, বরং সাম্প্রতিক সময়ে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও স্লোগানের মাধ্যমে অপরাজনীতিতে জড়িয়ে পড়েছে। আমি একজন জুলাই আন্দোলনকারী হিসেবে এমন প্রতিহিংসামূলক রাজনীতিকে কোনোভাবেই সমর্থন করি না।"
শরৎ সাহা বলেন, অন্ধভক্তি যেমন বিপজ্জনক, তেমনি অন্ধ বিরোধিতাও ক্ষতিকর। যারা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে একই চোখে দেখে, তারা একটি ভয়ংকর রাজনৈতিক পরিবেশের জন্ম দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “উগ্র ডানপন্থার উত্থানের জন্য আমরা রাস্তায় নামিনি। আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইনি এই দুরবস্থার জন্য। যারা জুলাইয়ের আদর্শ ভুলে গিয়ে সুবিধাবাদী রাজনীতিতে নেমেছে, তাদের মুখোশ একদিন উন্মোচিত হবেই।”