আনন্দধারার ৩৫ বছর পূর্তি উপলক্ষে সংগীত প্রতিযোগিতা

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা তাদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে একদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামী ৮ আগস্ট, শুক্রবার এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আনন্দধারার সাধারণ সম্পাদক উত্তম সাহা।
সকাল ১০টায় শুরু হবে বিভাগভিত্তিক সংগীত প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের বয়স ও শ্রেণিভিত্তিক চারটি বিভাগ নির্ধারণ করা হয়েছে।
‘ক’ বিভাগ: শিশু থেকে তৃতীয় শ্রেণি — দেশাত্মবোধক গান, ‘খ’ বিভাগ: চতুর্থ থেকে সপ্তম শ্রেণি — রবীন্দ্র সংগীত, ‘গ’ বিভাগ: অষ্টম থেকে দশম শ্রেণি — নজরুলগীতি
‘ঘ’ বিভাগ: কলেজ, বিশ্ববিদ্যালয় ও সর্বসাধারণ — লালনগীতি, হাছন রাজার গান অথবা শাহ্ আবদুল করিমের গান।
প্রতিযোগীদের সকাল ৯টায় প্রতিযোগিতা স্থলে উপস্থিত হয়ে ১০০ টাকা নিবন্ধন ফিসহ নাম নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে পাঁচটায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
যোগাযোগ: ০১৭১১-৬১৮২৫৪, ০১৮১৯-১৪২৯৩০