১৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২০, ১৪ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মিছিল

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক ছাত্র সমাবেশ ও মিছিল আজ (১৪ জুলাই) বেলা ১২টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নাছিমা সরদার, সরকারি তোলারাম কলেজের সংগঠক ইফতি আহাম্মেদ জিহাদ, সরকারি কদম রসুল কলেজ শাখার সংগঠক আহমেদ রবিন স্বপ্ন এবং বন্দর উপজেলার সংগঠক নাফসিন আহমেদ জিসান।

নেতৃবৃন্দ বলেন, “আজ থেকে এক বছর আগে এই দিনেই নারায়ণগঞ্জে ঐতিহাসিক জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল, যার মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমরা দেখি দেশজুড়ে হত্যা, মব ভায়োলেন্স ও সন্ত্রাসে নাজেহাল এক পরিস্থিতি তৈরি হয়েছে।”

তারা অভিযোগ করে বলেন, “গত ১০ মাসে দেশে মব ভায়োলেন্সে ১৭৪ জন মানুষ নিহত হয়েছেন। কিন্তু এখনো জুলাইয়ের শহীদদের বিচার হয়নি। আহতদের সুচিকিৎসা বা পুনর্বাসনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তীকালীন সরকার। এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এই সরকারের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। এ কারণে দুর্বৃত্তরা উৎসাহ পাচ্ছে। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়—এখনও বাস্তবায়িত হয়নি।”

সমাবেশ থেকে বক্তারা সারা দেশে মব ভায়োলেন্স প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ, জুলাই গণহত্যার বিচার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 

সর্বশেষ

জনপ্রিয়