হাতাপাখার বিজয় মানেই সুশাসনের সূচনা: মুফতি মাসুম বিল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “হাতাপাখার বিজয় মানেই হবে সুশাসন, জবাবদিহিতা ও ন্যায়বিচারের সূচনা।”
শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ শহরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করলে সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করা সম্ভব।”
মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, “আমরা দেশের স্বার্থ কখনো বিকিয়ে দেইনি। ইসলামকে প্রাধান্য দিয়েছি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আগামী ১২ তারিখ আপনারা মূল্যবান ভোট দিয়ে হাতাপাখাকে বিজয়ী করবেন, ইনশাআল্লাহ।”
প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় পোশাক শ্রমিক আন্দোলনের সভাপতি ফারুক হাওলাদার, শহর শাখার সভাপতি কবির হোসেন এবং মহানগর ছাত্র আন্দোলনের সহসভাপতি জাহিদুল ইসলাম মোল্লা প্রমুখ।





































