৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৪, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:২৭, ৩০ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪: মনির কাসেমীকে জরিমানা

নারায়ণগঞ্জ-৪: মনির কাসেমীকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত দশ হাজার টাকা জরিমানা আরোপ করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুর এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা, ২০২৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মুফতি মনির হোসাইন কাসেমীর একটি নির্বাচনী ক্যাম্পে খেজুর গাছ প্রতীকের ব্যানারের পাশাপাশি ধানের শীষ প্রতীকের ছবি পাওয়া যায়। বিষয়টি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৭(ঙ) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়।

এ ঘটনায় আচরণবিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী প্রার্থীর এক সমর্থককে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়