২৮ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫৭, ২৮ জানুয়ারি ২০২৬

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম গ্রামীণ লেনের কাঁচপুর শীতলক্ষ্যা সেতুর ওপর থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম লাভলু ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্ত সম্পন্ন শেষে মৃতদেহের দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

সোনারগাঁ থানা সূত্রে আরও জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে স্থানীয় কেউই তার পরিচয় নিশ্চিত করতে পারেননি।

এ বিষয়ে এসআই মাসুম লাভলু বলেন, “এখনো পর্যন্ত অজ্ঞাত ওই ভবঘুরে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। যদি মৃত ব্যক্তির কোনো নিকট আত্মীয় বা পরিবারের সদস্য তার পরিচয় নিশ্চিত করতে পারেন, তাহলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, “কাঁচপুর ব্রিজের ওপর গত ২৪ জানুয়ারি দুপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের কোনো স্বজনের সন্ধান এখনো পাওয়া যায়নি। লাশটির পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা কামনা করছি।”

পরিচয় সংক্রান্ত কোনো তথ্য থাকলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়