কলাগাছিয়ায় ধানের শীষের পক্ষে জোসেফের গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলীনগর এলাকা থেকে গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। পরে ঘারমোড়া, চর ঘারমোড়া, চুনাভূরাসহ বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে জোসেফ বলেন, “শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোন বিকল্প নেই। আপনারা আপনার সন্তান অ্যাডভোকেট কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”
এসময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল, বন্দর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিন, যুবদল নেতা জনী খন্দকার, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী ও সোহেল, ২৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক, ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুরুল খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





































