সিপিবি শ্রমজীবী মানুষের দল, সংসদে শ্রমিকের পক্ষে কথা বলবো: ইকবাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে প্রতীকের প্রার্থী, শ্রমিক নেতা ইকবাল হোসেন ফতুল্লার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লার ইসদাইর, বুড়ির দোকান, কাঠের পোল, ফতুল্লা স্টেডিয়াম ও নয়ামাটি এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তিনি।
গণসংযোগের আগে ইসদাইর বাজারে ফতুল্লা থানা সিপিবির উদ্যোগে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস। বক্তব্য রাখেন সিপিবির প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শীবনাথ চক্রবর্তী, জেলা কমিটির নেতা নুরুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য দেন শ্রমিক নেতা গাজী নুরে আলম ও তোফাজ্জল। সভা পরিচালনা করেন জেলা কমিটির নেতা বিমল কান্তি দাস।
বক্তারা কাস্তে প্রতীকে ভোট দিয়ে শ্রমিক নেতা ইকবাল হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান।
পরে ইকবাল এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া শোনেন।
এসময় তিনি বলেন, নির্বাচিত হলে সংসদে গিয়ে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কথা বলবেন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। পাশাপাশি ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ইকবাল বলেন, “সিপিবি শ্রমজীবী মানুষের রাজনৈতিক দল। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও শোষণহীন সমাজ গড়াই আমাদের রাজনীতি। এক লুটেরার জায়গায় আরেক লুটেরা ক্ষমতায় এলে জনগণের সমস্যার সমাধান হবে না। তাই আমূল পরিবর্তনের জন্য কাস্তে প্রতীকে ভোট দিন।”
তিনি আরও বলেন, “আজ দেশ গভীর সংকটে। ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শে শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমি আপনাদের পাশে থাকতে চাই।”





































