৩০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৯, ৩০ জানুয়ারি ২০২৬

শহর-বন্দরের নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করবো: তারিকুল

শহর-বন্দরের নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করবো: তারিকুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ বন্দরের আমীন, রূপালী, ত্রিবেণী খাল, বন্দর বাজার, নবীগঞ্জ ঘাট ও কদমরসূল দরগাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, প্রতিবেশ আন্দোলনের জেলা আহ্বায়ক রাইসুল রাব্বি, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার সহসভাপতি সৃজয় সাহা, রনি শেখ প্রমুখ।

গণসংযোগে তারিকুল ইসলাম বলেন, “নির্বাচিত হলে শহর ও বন্দরের প্রতিটি নাগরিককে একটি করে হেলথ কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও নির্ধারিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, হেলথ কার্ডের আওতায় প্রাথমিক চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, ডায়াগনস্টিক পরীক্ষা, জরুরি চিকিৎসা এবং নির্দিষ্ট ঔষধ সহজলভ্য করা হবে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, নি¤œ আয়ের পরিবার, বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধীদের জন্য এটি কার্যকর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে।

তারিকুল ইসলাম অভিযোগ করেন, “আমরা প্রচার চলাকালীন প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা আমাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছে। নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এজন্য আমরা অনতিবিলম্বে সক্রিয় ভূমিকার আশা করি।”

তিনি উল্লেখ করেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কোনো নাগরিক চিকিৎসার অভাবে কষ্ট পাবে না—এই লক্ষ্যেই হেলথ কার্ড চালু করা হবে। ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা নিশ্চিত করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।”
 

সর্বশেষ

জনপ্রিয়