২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৬, ২২ নভেম্বর ২০২৫

প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিলের অভিযোগে

সোনারগাঁয়ে যুবদল নেতা আশরাফ বহিষ্কার

সোনারগাঁয়ে যুবদল নেতা আশরাফ বহিষ্কার

দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর বিরুদ্ধে মশাল মিছিল করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম প্রধানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বহিষ্কারাদেশ গণমাধ্যমে পাঠানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়—দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়