বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় বাবা-ছেলে আহত
নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলায় রং মিস্ত্রি রাকেশ চৌধুরী রাজু ও তার ছেলে গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় আহত রাকেশ চৌধুরী বাদী হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে হামলাকারী কিশোর গ্যাংয়ের হোতা গৌরব চন্দ্র দাস ও রাহুলের নাম উল্লেখ করে আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার বাবুপাড়া এলাকার বৃন্দাবন আখড়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজার দশমীর রাতে রাকেশ চৌধুরীর ছেলে বিবেক চৌধুরী রাতুল (১৪) বাবার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে দোকানে গেলে গৌরব, রাহুলসহ কয়েকজন কিশোর তার কাছে টাকা দেখে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে তারা কিলঘুষি ও কোমরের বেল্ট দিয়ে রাতুলকে মারধর করে জখম করে এবং টাকা ছিনিয়ে নেয়।
খবর পেয়ে রাতুলের বাবা রাকেশ চৌধুরী ও তার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে সুইচ গিয়ার ও চাকু দিয়ে তাদের ওপর হামলা চালায়। রাকেশ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে পেট ও হাতে আঘাত করে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা এ সময় তার স্ত্রীকেও শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং গলার ছয় আনার ওজনের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।





































