২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩২, ২৫ অক্টোবর ২০২৫

কদমরসুল সেতুর কাজ বিদ্যমান নকশায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কদমরসুল সেতুর কাজ বিদ্যমান নকশায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত কদম রসুল সেতুর কাজ বিদ্যমান নকশায় দ্রুত বাস্তবায়ন ও নকশা পরিবর্তনের 'ষড়যন্ত্রের' প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দর উপজেলার একরামপুর তালতলা এলাকায় ‘বন্দর উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ কবির হোসেন। সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব আব্দুল লতিফ রানা।

মানববন্ধনে বক্তারা বলেন, কদম রসুল সেতু বন্দরবাসীর প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের রাজনৈতিক বিভাজন বা ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ বলেন, “কদম রসুল সেতুর দাবি শুধুমাত্র আবেগের নয়, এটি বন্দরের মানুষের প্রাণের দাবি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা বঞ্চিত। বন্দরের সার্বিক উন্নয়নের দাবিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বন্দর ও নগরবাসীর যেকোনো ন্যায্য দাবিতে আমি পাশে থাকব।”

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “কেউ যদি সেতু ইস্যুতে বিভাজনের রাজনীতি করে, তারা নারায়ণগঞ্জের উন্নয়নের পায়ে কুঠারাঘাত করবে। সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছে, তাদেরও জায়গা ছেড়ে দিতে হবে।”

আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ বলেন, “বন্দরবাসীর সুবিধার্থে এ সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন করা হোক। এর আগে নির্মিত সেতুটি বন্দরবাসীর কোনো উপকারে আসেনি। কদম রসুল সেতু বাস্তবায়ন করেই ছাড়ব।”

সভাপতির বক্তব্যে হাফেজ কবির হোসেন বলেন, “শীতলক্ষ্যার এপার-ওপারের মানুষের মধ্যে বৈষম্য এখনও বিদ্যমান। প্রশাসন ও নগর কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী ২০১৮ সালে পরিকল্পনা চূড়ান্ত হলেও আজ পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ হয়নি। বন্দরবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে, যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তারা সতর্ক হয়ে যান।”

এসময় উপস্থিত ছিলেন— আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ফোরামের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ জাহিদ, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, সাংবাদিক সাব্বির আলম সেন্টু ও স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়