২৬ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৫, ২৫ অক্টোবর ২০২৫

২১নং ওয়ার্ডে রাস্তায় ময়লার ভাগাড়, ভোগান্তিতে পথচারীরা

২১নং ওয়ার্ডে রাস্তায় ময়লার ভাগাড়, ভোগান্তিতে পথচারীরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার প্রবেশমুখে সড়কটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এর ফলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর-মদনগঞ্জ সড়ক সংলগ্ন এনায়েতনগর এলাকার প্রবেশপথে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ তৈরি করেছে।

এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্থানীয়দের শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা ও অন্যান্য রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। পথচারীরাও দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “রাস্তার পাশে দিনরাত ময়লার স্তূপ পড়ে থাকে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। দ্রুত এই ময়লা সরিয়ে এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই।”

এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে রাস্তা চলাচলের উপযোগী করে এবং নাগরিক সেবা নিশ্চিত করে।

সর্বশেষ

জনপ্রিয়