বন্দরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে মাহামুদনগর এলাকায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকরা হলেন মাহমুদনগর এলাকার শাহজাহানের ছেলে নুর আলম (৪৬), একই এলাকার আওলাদের ছেলে মো. সেলিম (৩৫), দুলাল মিয়ার ছেলে মো. শহীদ (৫০) ও মদনগঞ্জ এলাকার দবির সরদারের ছেলে মো. লিটন (৩৪)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং নগদ ৪,৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আটক ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































