বন্দরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে আওয়ামী লীগ কর্মী মহনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (২৩ নভেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
মামলার তথ্যসূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলার ঘটনায় মহনকে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে অংশ নেন বন্দর থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স।





































