বিজয় দিবসে স্কুল দাবা প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন রাহিব, রানার-আপ সৌর
নাহার চেস একাডেমির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. রাহিব রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাহিব নয় রাউন্ডের খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করে শিরোপা জিতে নেন।
রানার আপ নির্ধারণে হাড্ডাহাড্ডি লড়াই হয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা ও প্রথম শ্রেণির শিক্ষার্থী রূপান্তর সৌরের মধ্যে। উভয়েরই অর্জিত পয়েন্ট ছিল ৭। পরে স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে ক্ষুদে প্রতিভাবান দাবাড়ু রূপান্তর সৌর জয়ী হয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। নুসরাত হাসান নাবা তৃতীয় স্থান লাভ করে।
প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এস এম আবু সুফিয়ান এবং পঞ্চম হন আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অরণ্য রায়।
বিজয় দিবসের সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাহার চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও দেশসেরা দাবা সংগঠক মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও দাবানুরাগী স্বপন চারুশি এবং রাব্বি ইসলাম সোহান।
প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার পাঁচটি বিদ্যালয়ের মোট দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো- আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়, আমলাপাড়া শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, ফিলোসোফিয়া স্কুল এবং ৫৬ নম্বর বন্দর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জাতীয় দাবা বিচারক নাজমুল রুমি প্রতিযোগিতা পরিচালনা করেন। নয় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা নগরীর আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে অনুষ্ঠিত হয়।





































