১৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫

নিট কনসার্ন মাস্টার ক্রিকেটের সপ্তম আসরের ট্রফি ও জার্সি উন্মোচন

নিট কনসার্ন মাস্টার ক্রিকেটের সপ্তম আসরের ট্রফি ও জার্সি উন্মোচন

সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিট কনসার্ন মাস্টার ক্রিকেট–এর সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফট। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় টুর্নামেন্টের ট্রফি ও জার্সি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর এলাকার একটি রেস্তোরাঁয় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, নারায়ণগঞ্জে মাস্টার ক্রিকেটের এই আয়োজন ক্রিকেটের একটি ঐতিহ্যকে তুলে ধরছে। নারায়ণগঞ্জ দেশের ক্রিকেট অঙ্গনে নিয়মিত জাতীয় মানের খেলোয়াড় উপহার দিয়েছে এবং এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ থেকে আগেও অনেক ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতেও এখান থেকেই জাতীয় দলের নতুন ক্রিকেটার উঠে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিট কনসার্ন গ্রুপের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (CWAB) নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, নিট রেডিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমেদ, বিকেএমইএ-এর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ ক্রীড়া ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রথমবারের মতো মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় প্রয়াত ক্রিকেটার কুতুবউদ্দিন আকসি, এ. জেড. ইসমাইল বাবুল, আর. কে. চন্দ্রা, খাজা রহমত উল্লাহ ও মোনায়েম মুন্নাকে।

এছাড়া আজীবন সম্মাননা প্রদান করা হয় জলিসুর রহিম, অশোক কুমার দাস, গোলাম রসুল, এনামুল হক খোকা, মো. সেলিম রেজা ও আজিজ চৌধুরীকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মাস্টার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিয়ার হোসেন বিদ্যুৎ।

আগামী ২০ ডিসেম্বর থেকে দুই ক্যাটাগরিতে মোট ৯টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক ক্রিকেটারদের নিয়ে নির্মিত একটি প্রোমোচিত্র প্রদর্শন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়