১৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:০৪, ১৩ ডিসেম্বর ২০২৫

কে ইউ আকসির মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন নীট রেডিক্স

কে ইউ আকসির মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন নীট রেডিক্স

বরেণ্য ক্রীড়া সংগঠক প্রয়াত কুতুবউদ্দিন আহমেদ আকসিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও স্মরণে কে ইউ আকসির মেমোরিয়াল একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নারায়ণগঞ্জ। দীর্ঘ দুই সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শেষে শনিবার ফাইনাল খেলার মধ্য দিয়ে এর পর্দা নামে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় ক্রিকেটার মোহাম্মদ মিথুন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার এ এস এম রকিবুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কোয়াব নারায়ণগঞ্জের সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, কেন্দ্রীয় কোয়াবের সি-সহ সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, প্রয়াত কুতুবউদ্দিন আহমেদের সহধর্মিণী ক্রীড়া সংগঠক আঞ্জুমান আরা আকসির, তাঁর সন্তান ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ‘টাইম টু গিভ’-এর কো-ফাউন্ডার আরাফাত আহমেদ রাজিব, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু এবং কোয়াবের উপদেষ্টা ও ইএসপিএন ক্রিকইনফোর করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসামসহ সংশ্লিষ্টরা।

জেলার ৮টি ক্রিকেট একাডেমি ও ক্লাব রবিন লীগ পদ্ধতিতে দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।

ফাইনালে নীট রেডিক্স ক্রিকেট একাডেমি টসে জিতে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি ৩৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে।

জবাবে নীট রেডিক্স ক্রিকেট একাডেমি ৩২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে নেয়। ফলে ৫ উইকেটের জয় নিয়ে নীট রেডিক্স ক্রিকেট একাডেমি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন দল নীট রেডিক্স ক্রিকেট একাডেমি নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লার ব্যবস্থাপনা ও সহযোগিতায় পরিচালিত হয়ে থাকে।

সর্বশেষ

জনপ্রিয়