খেলাধুলা তরুণ সমাজকে অপরাধ কর্ম থেকে দূরে রাখবে: এডিসি আলমগীর
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওসমানী পৌর স্টেডিয়ামে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন বলেন, “নারায়ণগঞ্জ থেকে ফুটবলের অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছে। বয়সভিত্তিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুনামের সঙ্গে খেলেছেন তারা। এই ধারাবাহিকতা বজায় রাখতে আন্তঃকলেজ টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। খেলার মাধ্যমেই তরুণরা আগামী দিনের তারকা হয়ে উঠবে, পাশাপাশি খেলাধুলা তরুণ সমাজকে অপরাধ কর্ম থেকে দূরে রাখতে সহায়তা করবে। বর্তমান স্টেডিয়াম আন্তর্জাতিক মানের না হলেও দ্রুতই এর সংস্কার কাজ শুরু হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাকারিয়া ইমতিয়াজ, সাবিত আল হাসান, ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাছির, ক্রীড়া সংগঠক আরিফ মিহিরসহ অন্যান্য ক্রীড়া সংগঠক।
উদ্বোধনী দিনের খেলায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে জয়লাভ করে বন্দরের হাজী ইব্রাহিম আলম চান স্কুল অ্যান্ড কলেজ। হাজী মিছির আলী ডিগ্রী কলেজকে পরাজিত করে জয়লাভ করে সোনারগাঁয়ের সরকারি মুড়াপাড়া কলেজ। আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজকে পরাজিত করে জয়লাভ করে নারায়ণগঞ্জ কলেজ। বন্দরের সরকারি কদমরসূল ডিগ্রি কলেজকে পরাজিত করে জয়লাভ করে সলিমুদ্দিন চৌধুরী কলেজ।





































