ছিনতাইকারীদের হামলায় আহত গণসংহতি আন্দোলনের নেতা, তীব্র ক্ষোভ
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দ্বিপু। শনিবার (১৭ জানুয়ারি) ভোর ৬টা ২০ মিনিটে পেশাগত কাজে বাসা থেকে চাষাঢ়ার উদ্দেশ্যে রওনা দিলে জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে আসা তিনজন ছিনতাইকারী রাকিবুল হাসান দ্বিপুর পথরোধ করে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রথমে জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তার হাতে আঘাত করে এবং মাথায় আঘাত করতে থাকে। পরে তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনায় গুরুতর আহত রাকিবুল হাসান দ্বিপু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সকালে ফতুল্লা থানায় একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।
নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রতিদিন মানুষ জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা আরও দুঃসাহসিক হয়ে উঠছে। একের পর এক হত্যা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এভাবে অনিরাপদ পরিস্থিতি চলতে থাকলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ নিয়েও আতঙ্কে থাকবে।
তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলায় সার্বিকভাবে প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।





































