নেত্রী অন্যায়ের সঙ্গে কখনোই আপস করেননি: মুকুল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ ও ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
আতাউর রহমান মুকুল বলেন, “আমার নেত্রী বেগম খালেদা জিয়া সৎ ও ন্যায়পরায়ণ, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। দুর্নীতি মামলায় মিথ্যা অভিযোগের শিকার হলেও নেত্রী জনগণের পাশে থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগের অনেক সমর্থক থাকলেও তিনি কখনো আমাদের ছেড়ে যাননি।”
মুকুল আরও বলেন, “জনকল্যাণের রাজনীতি করার কারণে নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের জনগণের কাছে তিনি সর্বদা গ্রহণযোগ্য ছিলেন।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ২২নং ওয়ার্ড বিএনপি নেতা সুলতান আহাম্মদ ভূঁইয়া। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় ও বন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সাউদের সার্বিক ব্যবস্থাপনায় এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু।
২২ ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পনির ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান দুলাল, বন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক হান্নান সরকার, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মহানগর তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হাজী রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর বিএনপির সাবেক সদস্য মোঃ আল মামুন, অ্যাড. আনিসুর রহমান মোল্লা, অ্যাড. শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহ আলম, পনির ভূঁইয়া, মাসুদ রানা, জান্নাতুল রাজিব, সুজন মোল্লা, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলম, ছাত্রদল নেতা ফয়সাল আহাম্মে প্রমুখ।





































