খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির দোয়া
নারায়ণগঞ্জের বন্দরে ১৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মদনগঞ্জে আয়োজিত এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মদনগঞ্জ ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মতিন চাঁদপুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, মনোনয়ন প্রত্যাশী নেতা আবু জাফর আহমেদ বাবুল, যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ্, কাজী মো. সেলিম, এবং ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া প্রমুখ।





































