বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ‘অপরেশন ডেভিল হান্ট’র অংশ হিসেবে পুলিশ কলাগাছিয়া ইউনিয়নের মীরকুন্ডি এলাকার সুমন (৩৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত সুমন মৃত রোস্তম আলীর ছেলে।
ধৃতকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বন্দর থানার দায়েরকৃত মামলা নং ১১(১১)২৫-এ আদালতে প্রেরণ করা হয়েছে। তার আগে বুধবার (৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৬ নভেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের ৫০-৫৫ সদস্যের একটি দল পাঁকা রাস্তার উপরে জড়ো হয়। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করলে পুলিশ বিষয়টি তৎক্ষণাত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। অভিযানের সময় ওই মিছিল অংশগ্রহণকারীরা মোটরসাইকেল যোগে বিভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সুমনকে গ্রেপ্তার করা হয়।





































