০৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৮, ৪ ডিসেম্বর ২০২৫

রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাজিবুর রহমান বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের দাবি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয় এবং সেখানে সাড়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
 

সর্বশেষ

জনপ্রিয়