০৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৫, ৪ ডিসেম্বর ২০২৫

আড়াইহাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আড়াইহাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিতদের উদ্যোগে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর আড়াইহাজার বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করেন আতাউর রহমান আঙ্গুর, মাহমুদুর রহমান সুমন, পারভীন আক্তার ও নুরুল ইসলাম নুরু।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনাও করা হয় মোনাজাতে।

দোয়া মাহফিলে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়