২০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৬, ২০ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:০৬, ২০ নভেম্বর ২০২৫

আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে মাসুদুজ্জামানকে ভোট দেয়ার আহ্বান

ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে মাসুদুজ্জামানকে ভোট দেয়ার আহ্বান

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা বলেছেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে দল ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবেচনা করে মনোনয়ন দিয়েছেন। যারা এর বিরোধিতা করছে তারা দলের কল্যাণে নয়- নারায়ণগঞ্জের চাঁদাবাজ, মামলা বাণিজ্য ও সন্ত্রাসী চক্রের স্বার্থ রক্ষায় কাজ করছে। আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান করছি, ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে ধানের শীষ প্রতীকে মাসুদুজ্জামানকে ভোট দিয়ে বিজয়ী করুন।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নতুন কোর্ট সংলগ্ন নিজ চেম্বারে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শামসুজ্জামান খোকা বলেন, “নারায়ণগঞ্জের মানুষ তাদের ছেলে-মেয়েদের পড়াশোনা এবং উন্নত স্বাস্থ্যসেবার অভাবে ঢাকায় ছুটছে। বন্দর ও নারায়ণগঞ্জের মধ্যে এখনও উন্নত যোগাযোগ ব্যবস্থা হয়নি। এসব সমস্যা সমাধানে মাসুদুজ্জামান গণসংযোগে প্রতিজ্ঞা করেছেন। আমরা বিশ্বাস করি তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ বার ও আদালতের আধুনিকায়নের জন্যও মাসুদুজ্জামান অত্যন্ত প্রয়োজনীয়। যারা তার বিরোধিতা করছেন তারা নারায়ণগঞ্জের ‘কোনো ফিগার’ নন বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব বলেন, “যেসব নেতাকর্মী দলের নির্দেশে মাসুদুজ্জামানের পক্ষে কাজ করছেন, নমিনেশন পরিবর্তন হলে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন। টিপু ও সাখাওয়াত তাদের একই চোখে দেখবে না।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নমিনেশন পরিবর্তন হলে দলের মধ্যে গৃহযুদ্ধের সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি দেখা দেবে। বর্তমানে জনগণ মাসুদুজ্জামানের প্রতি সুস্পষ্ট সমর্থন দেখাচ্ছে; প্রার্থী পরিবর্তন হলে তারা বিভ্রান্ত হয়ে পড়বে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক শহীদ সারোয়ার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আব্দুল মোমেন, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন (সুপ্রিম কোর্ট), অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজ্জম, অ্যাডভোকেট মোহাম্মদ মমিন, অ্যাডভোকেট শাহনাজ পারভীন হীরা, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী, অ্যাডভোকেট এম. এম. খসরু, অ্যাডভোকেট মহসীন শেখসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়