০৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৬, ৪ ডিসেম্বর ২০২৫

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

তিন দশকের গ্রেড–বৈষম্য দূর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা—চার ঘণ্টার এ কর্মবিরতিতে হাসপাতালের মোট ১৩ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন।

দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে তারা জানান, একই শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সেক্টরের ডিপ্লোমাধারীরা ইতোমধ্যে ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘ ৩০ বছর ধরে ১১ গ্রেডেই নিয়োগ পেয়ে চাকরি শেষ করেন—যা চরম বৈষম্য।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট শামীম আল মামুন বলেন— “নার্স, কৃষি, পলিটেকনিক, সার্ভেয়ার, ফিশারিসহ সব সেক্টরের ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পাচ্ছেন। অথচ চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়েও আমরা তিন দশক ধরে বঞ্চিত।”

আন্দোলনকারীদের অভিযোগ—স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র পাঠালেও তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে আটকে আছে।

কর্মবিরতির সময় হাসপাতালের বহির্বিভাগ, ফার্মেসি, প্যাথোলজি ও এক্স-রে ইউনিটের কার্যক্রম বন্ধ থাকে। তবে জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের সেবা চালু রাখা হয়। তবুও সেবা সংকুচিত হওয়ায় বহির্বিভাগে দীর্ঘ লাইন ও রোগীদের ভোগান্তি বৃদ্ধি পায়।

আন্দোলনকারীরা জানান—দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

কর্মবিরতিতে অংশ নেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আলী আকবর খান, শামীম আল মামুন, হযরত আলী, কামাল হোসেন, সুশান্ত দাস, প্রদীপ কুমার, হাবীবুল্লাহ বাহার, জাহিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট রিপন মিয়া, শিল্পী আক্তার, নুর আলম, আবু তালহা সোহাগ, ডালিয়া আজাদ বৃষ্টি, উম্মে কুলসুম।

সর্বশেষ

জনপ্রিয়