খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাবুলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ জোহর মহানগর বিএনপির নেতা ও মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে শহরের মিশনপাড়া এলাকায় তার নিজ রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং পুনরায় জনসেবায় ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও কল্যাণ কামনাও করা হয় মোনাজাতে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন খোকন শাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, জামির আহমেদ সোহেল, জামাল আহমেদ জুয়েল, কাজী মো. সেলিম, শাহিন, খোকন, পিয়ালসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





































