যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে আশরাফ ভূঁইয়াকে তার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে পুনঃনিয়োগ করা হয়েছে, ফলে দলের কার্যক্রমে তার কোনো বাধা থাকছে না।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি তাকে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দশ মাস পর তাকে পুনর্বহাল করা হলো।
আশরাফ ভূঁইয়া বলেন, “স্থানীয় রাজনীতির কিছু মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ছড়িয়েছে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি স্বপদে ফিরে এসেছি।”





































