বন্দরে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২২) গেস্ট হাউসে আটক রেখে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বন্দর উপজেলা মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গেস্ট হাউসে এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
অভিযুক্তরা হলেন ডালিম (৩৭), মারুফ (৩৫) ও উজ্জল (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর চিটাগাং রোড ওভার ব্রিজের নিচে ডালিমের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। পরে ১ ডিসেম্বর চাকরি দেওয়ার প্রলোভনে মদনপুর বাসস্ট্যান্ডে আসতে বলা হয়। ২ ডিসেম্বর সকালে তিনি পৌঁছালে ডালিম তাকে গেস্ট হাউসে আটক রাখে এবং নিজের সঙ্গে আরও দুইজনকে নিয়ে ধর্ষণ করে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, গণধর্ষণের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





































