অসুস্থ বিএনপি নেতা জামালউদ্দিন কালুর পাশে মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা জামালউদ্দিন কালু বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ভুগছেন। তাকে দেখতে গিয়েছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য প্রার্থী, সাবেক যুবদল নেতা ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
শনিবার (৫ জুলাই) বিকেলে দেওভোগে জামালউদ্দিন কালুর নিজ বাসভবনে গিয়ে দেখা করেন মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মাসুদুজ্জামান।
এ সময় তিনি বর্ষিয়ান বিএনপি নেতা জামালউদ্দিন কালুর শারীরিক অবস্থার খোঁজখবর করেন এবং তার পাশে সবসময় থাকার আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের মাসুদুজ্জামান মাসুদ বলেন, “উনি একজন বর্ষিয়ান নেতা, নারায়ানগঞ্জের একজন মুরুব্বি। উনি জেলা ও মহানগর বিএনপির একজন অভিভাবক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নিজে তাকে দেওভোগ ইউনিয়নের প্রেসিডেন্ট করে রাজনীতিতে প্রবেশ করিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে জানি যে, উনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। নারায়ণগঞ্জে ওনার বহু অনুসারী রয়েছে।”
তিনি আরও বলেন, “অল্প কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করেছেন। আমি এখন একজন এতিম মানুষ। ওনার কাছে এসে আমি ওনার মধ্যে আমার পিতাকে দেখতে পাই। ওনাকে দেখে আমার নিজের পিতাকে দেখার অনুভূতি হয়েছে।’
মাসুদুজ্জামান বলেন, “আমরা তার সুস্থতা কামনা করি এবং উনি সুস্থ হয়ে আবার সেই আগের মত রাজপথে নেতৃত্ব দিবেন সেই আশা করি। তিনি আমরা জন্য দোয়া করেছেন। তিনি আন্তরিকভাবে চান যে, আমি যাতে শহরে রাজনীতি করি। উনি অতীতে নারায়ণগঞ্জে অনেক নেতা তৈরি করেছেন। আমরাও তার অনুসারী ছিলাম। আমরা চাই, ওনার মাধ্যমে আরও গুণী নেতৃত্ব তৈরি হোক।”
এসময় উপস্থিত ছিলেন, জামালউদ্দিন কালুর স্ত্রী বিএনপির নেত্রী রাশিদা জামাল, সন্তান মহানগর যুবদলের সিনিয়র সদস্য রাফিউদ্দিন রিয়াদ, মেয়ের জামাতা শহর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রোমেলসহ পরিবারের অন্য সদস্যরা।
আরও উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান মাসুদের ভাই শামীম আহমেদ, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ফারুক হোসেন, বিএনপি নেতা সরকার আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, সাবেক যুবদল নেতা সারোয়ার মুজাহিদ মুকুল, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আপন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।