গডফাদার ও মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে রায় দেয়ার আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর তরুণদের উদ্দেশে বলেছেন, “আগামী দুই সপ্তাহ পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। তরুণরা যেদিকে ভোট দেবে, সেদিকেই সরকার গঠনের সম্ভাবনা তৈরি হবে।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের উদ্যোগে আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: তারুণ্যের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নারায়ণগঞ্জের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনপ্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে যাদের দ্বারা সমাজ গডফাদার, পেশিশক্তি ও মাদকমুক্ত থাকবে বলে মনে হয়- আগামী ১২ ফেব্রুয়ারি আপনার মূল্যবান রায় (ভোট) তাদের পক্ষেই দিবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কওমী মাদ্রাসা সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ জিহাদ হাসান এবং তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মুহাম্মদ সগীর হোসেন।





































