নারায়ণগঞ্জ-৪: কুতুবপুরে গণঅধিকার পরিষদের গণসংযোগ
নারায়ণগঞ্জ-৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার নির্বাচনী প্রতীক ‘ট্রাক’ মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া বলেন, কুতুবপুর ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। নির্বাচিত হলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসাইন, গণমাধ্যম ও প্রচার সম্পাদক তারেক হোসাইন, দপ্তর সম্পাদক শাহীন হাওলাদার, ফতুল্লা থানার সদস্য সচিব মো. মুসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।





































