কোনো প্রকার প্রহসন না হলে আমরা বিজয়ী হবো: মুফতি ইসমাঈল সিরাজী
দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় কাটিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। তিনি দাবি করেছেন, গণসংযোগকালে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই তিনি ফতুল্লা বাজার এলাকায় গণসংযোগ ও পথসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে এনায়েতনগর, কাশীপুর ও ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় একাধিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন।
গণসংযোগকালে মুফতি ইসমাঈল সিরাজী বলেন, “দিনভর ভোটারদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আশাবাদী ভোটাররা বুঝে-শুনেই ভোট দেবেন। কোনো প্রকার প্রহসন না হলে আমরা বিজয়ী হবো।”





































