গণসংযোগে ব্যাপক সাড়া, ভোটারদের আস্থায় আল আমিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনের গণসংযোগে সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আশরাফিয়া মাদ্রাসা, শান্তিধারা, গিরিধারা, মৃধা মার্কেট, জিরো পয়েন্ট, দক্ষিন মাথা, ক্যানেল পাড়, খোকন মার্কেট, ভুইগর বাজার, মামুদপুর, করিম মার্কেট, তাইজুদ্দিন মার্কেট, ঈদগাহ, রঘুনাথপুর ও ব্যাংক কলোনী এলাকায় তিনি সরাসরি ভোটার, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শাপলা কলির জন্য গণসংযোগ করেন। এ সময় ভোটাররা এলাকার সমস্যা ও প্রত্যাশা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা জানান, ভোটাররা মূলত জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, রাস্তার সমস্যা এবং নাগরিক সুবিধার অভাব নিয়ে তাদের দুঃখ-অভিযোগ ব্যক্ত করেছেন। এ বিষয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আল আমিনের প্রতিশ্রুতির প্রতি ভোটারদের আস্থা দিন দিন বাড়ছে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াত, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। একাধিক পথসভায় আবদুল্লাহ আল আমিন বলেন, “এই অঞ্চলের সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। এ কাজে আমি সকলের দোয়া চাই। ইতোমধ্যে এলাকায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা শাপলা কলির গণজোয়ারের বিরুদ্ধে একত্রিত হয়েছে। জনতার ঐক্যই তাদের বিরুদ্ধে জয় এনে দেবে।”





































